TAWANG,
arunachal pradesh
The Most Comprehensive Tour Planner for Tawang, arunachal pradesh
by Clinical Crossroads
পৃথিবী তথা ভারতের অন্যতম সুন্দর স্থান হলো তাওয়াং। এমন এক সুন্দর জায়গায় ভ্রমণ করার ইচ্ছা রাখার জন্য প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই।
অরুণাচল প্রদেশ কে ভারতের নিজস্ব 'ল্যান্ড অফ দ্য রাইজিং সান' বলা যায়। একটা অনন্য জায়গা, যার সৌন্দর্য, ভাষার প্রকাশ করা কঠিন।
এই ব্লগ মার্ফত, আমি তাওয়াং ভ্রমণ সম্বন্ধে আপনাকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো।
এই পোস্টটি একটু লম্বা হতে পারে। তবে আশা রাখি পড়ার পর হতাশ হবেননা।
তাওয়াং এ যাওয়ার নিয়ম-কানুন, সঠিক সূচি ও এই সম্বন্ধিত বেশ কিছু ওয়েবসাইটের সন্ধান পাওয়া যাবে এই ব্লগের মার্ফত।
অরুনাচল প্রদেশ ট্যুরিজম এর ওয়েবসাইটঃhttp://www.arunachaltourism.com/ .
ইনার লাইন পার্মিট ও অন্যান্য তথ্য
উপরোক্ত ওয়েবসাইট টি তে, তাওয়াং সহ, অরুণাচল প্রদেশের অন্যান্য জায়গা গুলো সম্বন্ধেও হরেক জরুরি তথ্য পাওয়া যাবে। এর মধ্যে তাওয়াং ছাড়া অন্য কোথাও যাওার সৌভাগ্য আমার এখনো হয়নি। ইনারলাইন পার্মিট এর জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। সঠিক নথিসহ ইনার লাইন পার্মিটের জন্য আবেদন করার কিছুদিন বা সপ্তাহের মধ্যে এই পার্মিট পাওয়া সম্ভব।
অরুণাচল পৌঁছোবেন কিভাবে?
ভারতের যেকোনো স্থান থেকে (উত্তর-পূর্ব ভারত ছাড়া) অরুণাচল পৌঁছোনোর সবচেয়ে ভালো উপায় হলো গুয়াহাটি থেকে যাত্রা শুরু করা। গুয়াহাটি শহরে আসার জন্য আপনি আপনার সুবিধা অনুযায়ী প্লেন, ট্রেন বা বাস ব্যবহার করতে পারেন। GoAir, Vistara আর Indigo বিমান প্রায়সই যাতায়াত করে। MakeMyTrip বা Cheapticket মতো সাইট থেকেও এই বিষয়ে তথ্য পেতে পারেন।
গুয়াহাটি থেকে অরুণাচল প্রধানত গাড়ি মার্ফত যেতে হয়।
আপনার জন্য আলাদা গাড়ি নাকি শেয়ার গাড়ি?
অরুণাচলের রাস্তার অবস্থা কখন কেমন থাকে বলা মুস্কিল। ভালো-খারাপ দুয়ে মিলেই রাস্তার অবস্থা। তবে পুরোটা ভালো পাওয়া বেশ কঠিন। তাওয়াং যাওয়ার পথে, দুটি শহরের বা হল্টের মধ্যে দূরত্ব বেশ বেশী, এবং অরুণাচলের অনিশ্চিত আবহাওয়া আপনাকে প্ল্যান পাল্টাতে বাধ্য করতে পারে। এই সব ক্ষেত্রে, নিজের জন্য আলাদা ভাবে বুক করা গাড়ির অনেক বেশী সুবিধা। তার সাথে, আপনার শরীর ও পিঠের কথাও ভুলবেননা। খারাপ রাস্তায়, এক শেয়ার গাড়িতে গাদাগাদি করে যাওয়াটা সুখকর নয়।
হোটেল ও হোম-স্টে সম্বন্ধে তথ্য
ইদানিং, ট্যুরিজমের সুবাদে, তাওয়াং সার্কিটে হোটেল ও হোম-স্টের সংখ্যা অনেক বেড়েছে।
তবে, হাতে গোনা কিছু হোটেলের নিজস্ব ওয়েবসাইট আছে। তাই এদের সম্বন্ধে বিশেষ জানা মুস্কিল।
ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা মাঝেমধ্যেই বিঘ্নিত হয়। আর তাই, হাই সিজন এ কিংবা শেষ মূহুর্তে বুকিং করা বেশ কঠিন হয়ে যায়। অনুমোদিত ট্রাভেল এজেন্ট রা, এই বিষয়ে আপনাকে কিছুটা সাহায্য করতে পারেন। তবে যত আগে প্ল্যানিং করবেন, নির্দ্বিধায় ততই মঙ্গল।
কিছু ওয়েবসাইট যেমন, MakeMyTrip, Agoda, Goibibo বা Expedia থেকে হোটেল বুকিং করতে পারেন।
অরুণাচল ট্যুরিজম এর নিজস্ব ওয়েবসাইটে কিছু হোটেল আর হোম-স্টের তথ্য দেওয়া আছে এখানে ক্লিক করুন।কিন্তু আমি এর কোনোটাতেই থাকিনি।
কিছু হোটেলের সাইটের লিংক নীচে দেওয়া রইল।
প্রশান্তি লজ, ভালুকপংঃ http://www.assamholidays.com/
হোটেল কামেং ইন, ভালুকপংঃ http://hotelkamenginn.net/
হোটেল পেমালিং, দিরাংঃ https://hotelpemaling.com/
হোটেল নরফেল রিট্রিট, দিরাংঃ http://www.norphelretreat.in/
উক্ত হোটেল গুলির মধ্যে কেবলমাত্র প্রশান্তি লজ এ আমি থেকেছি। হোটেলটি বেশ ভালো।
হোটেল পেমালিং এ আমরা কিছু মূহুর্তের জন্য গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর জায়গা। হোটেল নরফেল রিট্রিট ও ভালো।
এখানকার হোমস্টে গুলি বেশ উন্নত মানের। কিছুক্ষেত্রে হোটেলের থেকেও ভালো। তাই হোমস্টে তেও থেকে দেখতে পারেন।
অনুমোদিত ট্রাভেল এজেন্ট
শুরুতে আমি ট্রাভেল এজেন্ট সম্বন্ধে বিরূপ ধারণা পোষন করতাম। অরুণাচলে যাওয়ার আগেও আমার ধারণা তেমনই ছিল। কিন্তু এখন আমার ধারণা বদলে গিয়েছে। আমার মতে, অরুণাচল প্রদেশের মতো রিমোট জায়গা গুলোতে যাওয়ার সময়ে, ট্রাভেল এজেন্ট মারফতই যাওয়া উচিত। আমাদের যাঁরা ট্রাভেল এজেন্ট ছিলেন (ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস), পশ্চিমবঙ্গে তাঁরা অরুণাচল সরকারের দ্বারা অনুমোদিত একমাত্র এজেন্সি। এনারা শুরু থেকেই আমাদের ইচ্ছা ও ভালোলাগা বুঝে, আমাদের ট্যুর প্ল্যান করতে সাহায্য করেছিলেন। হোটেল, হোমস্টে, গাড়ি, সব কিছুই এনারা বুক করে দিয়েছিলেন। তাওয়াং এবং দিরাং এ আমরা অতুলনীয় কিছু হোমস্টে তে ছিলাম। আমার একার পক্ষে এত কিছু সম্ভব হতোনা।
এটা আমার পক্ষপাতশূণ্য অভিমত।
ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্যুরের ওয়েবসাইট এখানে ক্লিক করুন।অরুণাচল ট্যুরিজম এর ওয়েবসাইটে আপনি অন্যান্য ট্রাভেল এজেন্টদেরও খোঁজ পেতে পারেন।
খাবার
আমরা খাবার সংক্রান্ত কোনো সমস্যায় পড়িনি এখানে।
সাধারণ খাবার সর্বত্রই পাওয়া যাচ্ছিল। তবে ম্যাগি বা মোমো আরো সহজে উপলব্ধ।
বাজেট
বাজেট ধরা বাঁধা করে বলা মুস্কিল। সময়ের সঙ্গে, সিজন এর জন্য, কিংবা আপনি কেমন ভাবে ট্রাভেল করছেন এবং অন্যান্য অনেক কারণে বাজেট পাল্টাতে থাকে।
তাই এই বিষয়ে মন্তব্য করা অনুচিত।
ভ্রমণ দিন অনুযায়ী প্ল্যান
এই Youtube ভিডিওটি তে যেমন বলেছি, তাওয়াং ভ্রমণের ৯-দিনের সূচিটি হলোঃ
দিন ১ - গুয়াহাটি থেকে ভালুকপং
দিন ২ - ভালুকপং থেকে বমডিলা
দিন ৩ - বমডিলা থেকে তাওয়াং
দিন ৪ - তাওয়াং
দিন ৫ - তাওয়াং থেকে বুমলা থেকে মাধুরী লেক থেকে তাওয়াং ফেরত
দিন ৬ - তাওয়াং থেকে দিরাং
দিন ৭ - দিরাং থেকে স্টোন ভিলেজ থেকে দিরাং ফেরত
দিন ৮ - দিরাং থেকে নামেরী
দিন ৯ - নামেরী থেকে গুয়াহাটি
আপনার হাতে আর একদিন বেশী থাকলে আপনি নীচের শিডিউল মানতে পারেনঃ
দিন ১ - গুয়াহাটি থেকে ভালুকপং
দিন ২ - ভালুকপং থেকে বমডিলা
দিন ৩ - বমডিলা থেকে তাওয়াং
দিন ৪ - তাওয়াং
দিন ৫ - তাওয়াং থেকে বুমলা থেকে মাধুরী লেক থেকে তাওয়াং ফেরত
দিন ৬ - তাওয়াং থেকে গরজাম (জেমিথাং) থেকে তাওয়াং ফেরত
দিন ৭ - তাওয়াং থেকে দিরাং
দিন ৮ - দিরাং থেকে স্টোন ভিলেজ থেকে দিরাং ফেরত
দিন ৮ - দিরাং থেকে নামেরী
দিন ১০ - নামেরী থেকে গুয়াহাটি
ধন্যবাদ!
আশা রাখি পোস্টটির মার্ফত আমি আপনাকে তাওয়াং বেরাতে যাওয়ার জন্য জরুরী তথ্য গুলো দিতে পেরেছি।
আরো ভালো করে জানতে, আপনি আমার বানানো ট্রাভেলগ গুলো দেখতে পারেন।
আগামী ট্রিপের জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাই।
এমন আরো ট্রাভেল গাইড ও ট্রাভেলগ দেখতে, এখানে এখানে ক্লিক করুন।.