THE OLD SILK ROUTE

THE ULTIMATE PLAN FOR YOUR NEXT TRIP TO OLD SILK ROUTE

by Clinical Crossroads
নর্থ সিকিমের মতো সুপরিচিত না হলেও, সিকিমের পূর্বাঞ্চল ও কিন্তু অতি মনোরম। ইস্ট সিকিম এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবাক করবে। তবে, বেশী ট্যুরিস্ট না যাওয়ার ফলে, জায়গাটি এখনো নিজের অসামান্য প্রাকৃতিক আবহ সুন্দর ভাবে ধরে রেখেছে। 
ইস্ট সিকিমের অনেকখানি জুড়ে রয়েছে সিল্ক রুট,একটি প্রাগৈতিহাসিক বানিজ্য পথ, যা এককালে চীনকে জুড়তো ভারত ও বাকি বিশ্বের সাথে। এই অঞ্চলটিতে বেশী হোটেল গড়ে না উঠলেও, এখানে হোমস্টের পরিমাণ প্রচুর। এখানকার মানুষজনই তাঁদের বাড়ির কিছু অংশকে হোমস্টের আকার দিয়েছেন এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বেশ সুন্দর।
এই ব্লগটির পাশাপাশি, সিল্ক রুটের ওপর আমার তৈরি ভ্রমণ ভিডিও গুলিও আপনাকে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।
Zigzag Road Old Silk Route
ওল্ড সিল্ক রুটের বিখ্যাত আঁকাবাঁকা রাস্তা
বেড়ানোর সঠিক সময়

বছরের বিভিন্ন সময় ইস্ট সিকিমের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। শরত কালে নীল পরিস্কার আকাশ, শীতকালে বরফ, আর গরম কালে রডোডেন্ড্রনে ভরে যায় এই অঞ্চল।  

কিভাবে পৌঁছোবেন

শিলিগুড়ি থেকে শুরু হবে আপনার যাত্রা। উত্তরবঙ্গের একটি প্রধান শহর শিলিগুড়ি। কলকাতা, পাটনা বা গুয়াহাটির মতো শহর থেকে নিয়মিত বাস ও ট্রেন চলাচল করে শিলিগুড়ি পর্যন্ত। অথবা আপনি প্লেনে বাগডোগরা পৌঁছোতে পারেন। GoAir বা Air Vistara বিমান নিয়মিত চলাচল করে। অথবা আপনি খোঁজ করতে পারেন MakeMyTrip.

ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে বুকিং করবেন না একক ভাবে

পুরোপুরি আপনার পছন্দ। আমি যখন গিয়েছিলাম, নিজেই বুকিং করেছিলাম, তবে সেটা একটু সময় সাপেক্ষ ও গবেষণা নির্ভর। যদি আপনি এত সমস্যা নিতে না চান, তবে ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কাস্টোমাইজড ট্যুর ছাড়াও কন্ডাক্টেড ট্যুর প্রায়সই হয়ে থাকে। 
Aritar Lake, Sikkim
সূর্যাস্তের সময় আরিটার লেক
ভ্রমণ প্ল্যান
সিল্ক রুট সার্কিটের উল্লেখযোগ্য জায়গা গুলি হলো, সিলেরীগাঁও, রেশি, আরিটার, পাদামচেন, জুলুক, লুংথুং ও নাথাং ভ্যালি।
সাধারণত, পর্যটকরা শিলিগুড়ি থেকে যাত্রা শুরু ক'রে, সিল্ক রুটের আঁকাবাঁকা পথ ধরে নাথাং অবধি যান। আবার সেখান থেকে একই রাস্তা ধরে ফিরে আসেন শিলিগুড়ি।
সেইসব ক্ষেত্রে ভ্রমণ প্ল্যান হয় এই রকমঃ
প্রথম দিনঃশিলিগুড়ি থেকে আরিটার
দ্বিতীয় দিনঃআরিটার থেকে জুলুক
তৃতীয় দিনঃজুলুক থেকে নাথাং ভ্যালি
চতুর্থ দিনঃনাথাং ভ্যালি থেকে জুলুক/আরিটার
পঞ্চম দিনঃশিলিগুড়ি
 
তবে উপরোক্ত প্ল্যান এর থেকেও একটি আরো ভালো বিকল্প-র কথা আপনাদের জানাই।
শিলিগুড়ি - নাথাং - শিলিগুড়ি, এই একই রাস্তায় না ফিরে, আপনি নাথাং ভ্যালি পেরিয়ে এগিয়ে যেতে পারেন এবং পৌঁছে যেতে পারেন গ্যাংটক। এর মার্ফত মূল সুবিধা হলো, চলার পথেই আপনি পুরোনো বাবা মন্দির, কুপুপ লেক, নতুন বাবা মন্দির আর ছাংগু লেক দর্শন করে ফেলতে পারেন, যার দরুণ আপনাকে এই স্থান গুলো দেখার জন্য আলাদা ভাবে প্ল্যান করতে হবেনা। উপরন্তু যদি পার্মিট জোগাড় করা যায়, নাথুলা পাস ও ঘুরে আসতে পারেন এক সাথেই।
সেক্ষেত্রে আপনার ভ্রমণ প্ল্যান হয় এই রকমঃ
প্রথম দিনঃশিলিগুড়ি থেকে আরিটার
দ্বিতীয় দিনঃআরিটার থেকে জুলুক
তৃতীয় দিনঃজুলুক থেকে নাথাং ভ্যালি
চতুর্থ দিনঃনাথাং ভ্যালি থেকে গ্যাংটক (পুরোনো বাবা মন্দির, কুপুপ লেক, নতুন বাবা মন্দির আর ছাংগু লেক হয়ে)
পঞ্চম দিনঃগ্যাংটক ও লোকাল সাইট সিইং
ষষ্ঠ দিনঃগ্যাংটক থেকে শিলিগুড়ি
 
থাকার জায়গা

যেমন টা আগেই বলেছি, সিল্ক রুটে বেশী হোটেল নেই, তবে অনেক হোমস্টে আছে। প্যাকেজ ভিত্তিতে এই হোমস্টে গুলি বুকিং করা যায়, যার মধ্যে থাকা ও খাওয়ার খরচ মেলানো থাকে। Agoda, Expedia, GoIbibo বা MakeMyTrip মতো সাইটে এমন অনেক হোমস্টে-র সন্ধান পাওয়া যায়। কিছুকিছু হোমস্টে-র নিজস্ব ওয়েবসাইট আছে, যেমন কাঞ্চনজংঘা হোমস্টে (যেখানে আমরা ছিলাম)। প্যাকেজ বুক করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে ব্যাংক মার্ফত টাকা আগেই পাঠিয়ে দিতে হয়।   

Gnathang Valley
নাথাং ভ্যালি... একটি সুন্দর ছোট্ট গ্রাম

গাড়ি ও ভ্রমণ পার্মিট

আপনি যে হোমস্টে তে থাকবেন, তারাই আপনার গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। আর তা না চাইলে, আপনি নিজেও আলাদাভাবে গাড়ি বুকিং করে নিতে পারেন। তবে গাড়ি বুক করার আগে অবশ্যই জেনে নেবেন যে গাড়ির বৈধ পার্মিট আছে কি না। 

ভ্রমণকারীদের ট্যুরিস্ট পার্মিট এর ব্যবস্থা আপনার ড্রাইভার-ই করে দিতে পারেন রোংলি বাজার এ অবস্থিত ট্যুরিস্ট অফিস থেকে।  

আবহাওয়া ও জামা কাপড়

আরিটার ও জুলুক এ অল্প ও আরামদায়ক ঠান্ডা হলেও, চড়াই এর সাথে সাথে, লুংথুং ও নাথাং ভ্যালিতে অসহনীয় ঠান্ডা পাওয়া অস্বাভাবিক নয়। তাই জ্যাকেট, উলিকট, মাংকি টুপি, গ্লাভস ও মোজা নিতে ভুলবেন না। পাহাড়ে হাঁটার জন্য উপযুক্ত জুতো ব্যবহার করবেন। 

স্বাস্থ্য

যদিও সাধারণ ক্ষেত্রে, এই ট্যুর সার্কিট এ স্বাস্থ্যজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কম, তবে অল্টিটিউড সিকনেস আর অত্যন্ত ঠান্ডা থেকে শারীরিক কষ্ট হতে পারে।

বয়ষ্ক মানুষজন ও যাঁদের কার্ডিওভাস্কুলার (হৃদরোগ জাতীয়) অসুখ আছে, তাঁদের এই ট্যুর না করাই ভালো, বিশেষত জুলুক এর পরের অংশটা। গর্ভবতী মহিলা, ছোট বাচ্চারাও সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই তাঁদেরও এই ট্যুর থেকে বিরত থাকা উচিৎ। 

বাজেট

আপনার পছন্দের ওপরে অনেকটাই নির্ভরশীল। 
যদি আপনি ভাগাভাগি করে রুম ও গাড়ির ব্যবস্থা করেন, তাহলে মাথা পিছু খরচ আন্দাজ ২০০০ টাকা প্রতিদিন হতে পারে। তবে যদি আপনি আলাদা ঘর ও গাড়ির সাথে বেশী আরামদায়ক ভাবে ঘোরেন, তবে আপনার খরচাও বাড়বে। 
আপাতত এখানেই ইতি। আশা করি এই ব্লগ মার্ফত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারলাম।
তাহলে আর দেরী কিসের! রেডি হয়ে যান একটা স্মরণীয় ট্রিপের জন্য!
 
এরকম আরো ভ্রমণ গাইড আর ট্রাভেলগ দেখতে এখানে ক্লিক করুন।!
Bengali
English Bengali